
চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল ৮ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬টায় লাক্সরী হাইট’স (লিফট ৮), ২০৯২ জাকির হোসেন রোড বাই লেন, খুলশি, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর এবং সঞ্চালনায় ছিলেন লায়ন মো. গিয়াস উদ্দিন।
সভায় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের বিগত এক যুগের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ এবং চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি নির্বাচন ২০২৬ এর জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানানো হয়।
এ বিষয়ে বক্তব্য রাখেন লায়ন কামরুল হাসান হারুন, লায়ন তাহের আহমেদ, নুরুল আমিন চৌধুরী, আবছার উদ্দিন, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, এডভোকেট আযম খান, আবুল ওয়াহিদ, মাহমুদুল হাসান, সাইফুদ্দিন আহমেদ সাকী, কাজী মোহাম্মদ এনামুল হক, লায়ন স্বপন কুমার বিশ্বাস, আবদুল হান্নান মিয়া, একেএম ইকবাল ফরুক, লায়ন এরফান উদ্দিন খালেদ, মোহাম্মদ মহসীন, পেয়ার আহমদ হাদী, অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, লায়ন নুর আহমদ পিন্টু, মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীরকে আহ্বায়ক এবং লায়ন মো. গিয়াস উদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও আন্দোলন কর্মসূচি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।
এছাড়া সংগঠনের অস্থায়ী কার্যালয় নির্ধারণ করা হয়েছে লাক্সরী হাইট’স (লিফট ৮), ২০৯২ জাকির হোসেন রোড বাই লেন, নাসিরাবাদ উইমেন্স কলেজের মোড়, চট্টগ্রাম।