
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর হাইকমান্ড গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে ধানের শীষ প্রতীকে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করে। মনোনয়ন প্রাপ্তির পর তিনি সীতাকুণ্ডের মানুষ, স্থানীয় বিএনপির নেতা-কর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার জন্য সাংবাদিক সমাজকেও আন্তরিক ধন্যবাদ জানান।
এ উপলক্ষে আজ ৯ নভেম্বর ২০২৫, রবিবার বিকাল ৩টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে স্থানীয় ও জাতীয় গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই মতবিনিময় সভায় সীতাকুণ্ডের পর্যটন সম্ভাবনা, শিপইয়ার্ড শিল্পে শ্রমিক নিরাপত্তা, মাদক ও সন্ত্রাস দমন, যুবকদের কর্মসংস্থান এবং ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনার সংরক্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, বাঁশবাড়িয়া ও গুলিয়াখালি সমুদ্র সৈকতকে কেন্দ্র করে সীতাকুণ্ডকে একটি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের পর্যটন জোন হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়।
প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সীতাকুণ্ড সম্ভাবনার ভূমি। এখানে পাহাড় আছে, সমুদ্র আছে, ইতিহাস আছে, তীর্থস্থান আছে। পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন হলে শুধু পর্যটন খাতেই শত শত যুবকের কর্মসংস্থান সম্ভব। তিনি স্পষ্ট করে বলেন, “মানুষের ভোটে দায়িত্ব পেলে সীতাকুণ্ডে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সীতাকুণ্ডকে শান্ত, নিরাপদ ও স্থিতিশীল রাখা আমাদের দায়িত্ব।”
সভা পরিচালনা করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং নির্বাচনী মিডিয়া সেলের টিম লিড এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য সচি ব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, ২ নং বারৈয়াডালা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু জাফর ভূঁইয়া, ৪ নং ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকবর, ৭ নং কুমিরা ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শামসুদ্দোহা, সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া মনির, সীতাকুণ্ড পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর ইমরান, মুরাদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার কামাল, সীতাকুণ্ড পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল মোস্তফা, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম উদ্দিন, সীতাকুণ্ড যুবদল নেতা কাজী বদর, সালাহউদ্দিন সোহাগ, শাহাদাত হোসেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদল নেতা কাজী দেলোয়ার হোসেন, মোঃ আরিফ হোসেন, মাহফুজ আলী,জয়নাল আবেদীন জামিল রায়হান, মামুন, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতা মহিদুল আলম আবির, রেজাউল করিম রেজা সহ সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের যুবদল-ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন সকল প্রশ্নের উত্তর দেন।