
চট্টগ্রাম–৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোঃ সালাহ উদ্দিন ৬ নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখ বাদ এশা ফটিকছড়ির বাবুনগর এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। শুরুতেই তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিগত আন্দোলন-সংগ্রামে নিহত সকল শহীদদের জন্যও দোয়া করা হয়।
সাক্ষাৎকালে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, চট্টগ্রাম–৪ আসনের সাংগঠনিক অবস্থা এবং আগামী জাতীয় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সৌজন্য সাক্ষাতে কাজী সালাউদ্দিনকে শুভকামনা জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক অগ্রযাত্রার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম–২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরোয়ার আলমগীর, দুপক্ষের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।