
“আইনের শাসন রক্ষায় পাবলিক প্রসিকিউটরদের ভূমিকার প্রশংসা জেলা প্রশাসকের”
চট্টগ্রামে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক-এর নেতৃত্বে জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের আইন কর্মকর্তারা।
আজ ২১ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে, চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা। এ সময় জেলা প্রশাসক আইনের শাসন রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সরকারি আইন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি গভীর আস্থা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলাউদ্দিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট শওকত ওসমান, এডভোকেট মোঃ নাসির উদ্দিন, এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, এডভোকেট খোরশেদ আলম বেলাল, এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, এডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ ফরিদুল আলম, এডভোকেট জাহেদ হোসেন ও এডভোকেট পুষ্পা সুলতানাসহ জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ে কর্মরত শতাধিক অতিরিক্ত ও সহকারী পাবলিক প্রসিকিউটরবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন,
“আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি আইন কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইন প্রয়োগে আপনারাই রাষ্ট্রের মুখপাত্র। জটিল ও গুরুত্বপূর্ণ মামলাগুলো নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করে জনগণের আস্থা অটুট রাখার আহ্বান জানাচ্ছি।”
অন্যদিকে জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন,
“আমাদের দলে যারা আছেন, তারা ন্যায়ের পক্ষে সোচ্চার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। অতীতে আমরা যেমন আন্দোলন-সংগ্রামে ন্যায়ের পতাকা উঁচিয়ে ধরেছি, ভবিষ্যতেও আইনের মর্যাদা রক্ষায় একইভাবে কাজ করে যাব।”
সভা শেষে জেলা প্রশাসক নবনিযুক্ত করে কর্মকর্তা হিসেবে জেলা পাবলিক প্রসিকিউটরদের সহযোগিতা কামনা করেন এবং আইন বিভাগের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে জেলা পাবলিক প্রসিকিউটর এর পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।