
জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়) এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ।
সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হারুনুর রশিদ বাবলু। এতে মহানগর কমিটির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাতীয়তাবাদী আদর্শের প্রসার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন ও চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু বলেন,
“জিয়া মঞ্চ কেবল একটি সংগঠন নয়—এটি একটি আদর্শিক আন্দোলন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনের জন্য আমাদের প্রত্যেকের ভূমিকা নিতে হবে। তরুণ প্রজন্মের নেতৃত্বেই দেশ ফিরে পাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার।”
বিশেষ অতিথি মোঃ আবু সাঈদ বলেন,
“মানবাধিকারের প্রশ্নে জিয়া মঞ্চ সব সময় নির্ভীক কণ্ঠস্বর হয়ে উঠেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হলে আমাদের সাংগঠনিক ঐক্য আরও মজবুত করতে হবে।”
সভাপতি মোঃ খোরশেদ আলম বলেন,
“চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের নেতাকর্মীরা সবসময় দলীয় নির্দেশনা মেনে কাজ করছেন। কেন্দ্রীয় কমিটির অনুমোদিত নতুন ৭১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি এখন পূর্ণ উদ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।”
উল্লেখ্য, বিগত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশক্রমে, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
সভা শেষে মহানগর নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ নেন।