
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘরানার অঙ্গ সংগঠন জিয়া মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নুর হোসেন নির্বাচিত হয়েছেন। এই উপলক্ষে ফেনী জেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আজ ১৩ অক্টোবর ২০২৫ ইং, জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত সংগঠনের প্যাডের মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগে জিয়া মঞ্চের দুটি টিম গঠন করা হয়।
এতে জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জিয়া উদ্দিন কাদেরকে চট্টগ্রাম বিভাগের ২নং টিমের প্রধান এবং অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুকে টিম ১ ও টিম ২—উভয়ের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। একই সঙ্গে নুর হোসেনকে চট্টগ্রাম বিভাগীয় ২নং টিমের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর ফেনী জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজের তারানিবাস চেম্বারে নুর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নুর হোসেন ফেনী জেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,
“জিয়া মঞ্চ অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং গতিশীল সংগঠনে পরিণত হবে ইনশাআল্লাহ। আহবায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ ও সদস্য সচিব সাইফুর রহমান সাইফুলের নেতৃত্বে ফেনী জিয়া মঞ্চ নতুন উদ্যমে কাজ করবে।”
তিনি সংগঠনের প্রতিটি কর্মসূচিতে নবনির্বাচিত কমিটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
ফেনী জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ, যুগ্ম আহবায়ক রফিক আলী, এইচ এম একরামুল হক রানা, এম কে এন রুবেল মজুমদার, মোঃ আল জোবায়ের চৌধুরী জাবেদ, শেখ সালেহ মাছুম পাটোয়ারী, সদস্য নুর মোহাম্মদ প্রমুখ।